সুকান্তর খুদে অনুরাগী, ট্রেনে দেখতে পেয়েই ছুটে এলো ছোট্ট মেয়েটি, অটোগ্রাফের পর হলো গল্পও

আমাদের ভারত, ৩১ মে: রাজনীতির ময়দানে এখন তিনি দাপুটে নেতা। বঙ্গ বিজেপির দায়িত্ব তার কাঁধে। দিন যত গেছে তিনি যেমন দক্ষ রাজনীতিবিদ হয়ে উঠছেন, তেমনি তার জনপ্রিয়তাও যে বেড়েছে তা বোঝা গেল তার প্রতি এক খুদে অনুরাগীর মুগ্ধতায়।

বঙ্গ বিজেপির প্রধান সুকান্ত মজুমদারকে ট্রেন সফরে চিনে ফেললেন এক ছোট্ট মেয়ে। দেখতে পেয়েই ছুটে এলো সে সুকান্তর কাছে।

খুদে অনুরাগীকে দেখে বোটানির অধ্যাপকও দারুন খুশি। রাজনীতির কচকাচানি ও গাম্ভীর্য ছেড়ে তিনিও ছোট্ট সফর সঙ্গীর সাথে নির্ভেজাল আড্ডায় মাতলেন। মঙ্গলবার দলীয় কর্মসূচিতে উত্তরবঙ্গে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। কোচবিহারে দলের কাজ সেরে রাতের পদাতিক এক্সপ্রেস ধরে তিনি ফিরছিলেন কলকাতায়। কারণ বুধবার সল্টলেকের দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠক ছিল তাঁর। সেই বৈঠকে যোগ দিতে সুকান্ত মজুমদার রাতের ট্রেন ধরেছিলেন। সেই ট্রেনেই তার এক ক্ষুদের সঙ্গে দেখা। ক্ষুদে মেয়েটি তাকে দেখতে পেয়ে ছুটে যায়। নিরাপত্তারক্ষীরা বারণ করলেও সুকান্ত মজুমদার নিজেই ডেকে নেন ছোট্ট মেয়েটিকে।

মেয়েটি তাকে আবদার জানায় অটোগ্রাফের। সঙ্গে সঙ্গে তাকে পাশে বসিয়ে খাতা কলম নিয়ে অটোগ্রাফ দেন বিজেপি রাজ্য সভাপতি। শুধু অটোগ্রাফ দেওয়াই নয়, খুদে সফরসঙ্গীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাঁকে। অল্প সময়ের মধ্যেই দুজনের মধ্যে তৈরি হয়েছিল সরল বন্ধুত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *