বিজেপি তৈরি করছে লাল এবাং সাদা ডায়েরি, ক্ষমতায় এলে দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, হুঁশিয়ারি বনগাঁর পদ্ম নেতার

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ মে: বিজেপি নেতা কর্মীরা দুটি ডায়েরি তৈরি করছে, একটি লাল ডায়েরি, একটি কালো ডায়েরি৷ আগামীতে বিজেপির ক্ষমতায় এসে এই ডায়েরি কাজে লাগবে। দোষীদের নাম তোলা থাকবে লাল ডায়েরিতে। আর যারা নিরপেক্ষ কাজ করবে তাদের নাম লেখা হবে সাদা ডায়েরিতে। বুধবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে পুলিশকে উদ্দেশ্যে করে এমনই মন্তব্য করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া।

এদিন গাইঘাটা থানার সামনে ১০ দফা দাবি নিয়ে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছিল৷ গাইঘাটার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকরা হাতে পোস্টার নিয়ে থানার গেটের সামনে হাজির হয়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি অন্যান্য নেতা কর্মীরা৷

ওই মঞ্চ থেকে বিধায়ক স্বপন মজুমদার বলেন, এই রাজ্যের মানুষের স্বপ্ন কেড়ে নিয়েছে রাজ্য সরকার। একে একে সকলেই সিবিআইয়ের জালে। গত কাল কাকু গ্রেফতার হয়েছে এবার ভাইপোর পালা। পুলিশ ভুলে যাচ্ছে অন্যায় করলে তাঁর শাস্তি পেতেই হবে। ভুলে যাবেন না, রাজীব কুমার এখনও পালিয়ে বেড়াচ্ছে। “বিজেপি কর্মীদের অন্যায় ভাবে গ্রেফতার করছে পুলিশ, মদ, জুয়া, সাট্টার কারবার চলছে রমরমিয়ে, তার প্রতিবাদে পুলিশকে নিরপেক্ষ ভাবে কাজ করার দাবিতে গাইঘাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। ১০ দফা দাবি নিয়ে থানায় স্মারকলিপি জমা দেওয়া হয়৷

এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অশোক কীর্তনীয়া পুলিশের উদ্দেশ্যে বলেন, “জেনে রাখুন, বিজেপি আগামীতে ক্ষমতায় আসবে৷ আপনারা সেদিন যেখানেই থাকুন না কেন বিজেপি নেতা কর্মীরা দুটি ডায়েরি বের করে মিলিয়ে নেবে কে তৃণমূলের দলদাস, কে নিরপেক্ষ কাজ করছেন। তৈরি থাকুন। তৈরি করছে একটা লাল ডায়েরি একটা সাদা ডায়েরি৷ আগামীতে সেটা কাজে লাগবে। তাই আপনারা আইনটাকে সঠিকভাবে ব্যবহার করুন৷ যারা তৃণমূলের হয়ে কাজ করবে তাদের নাম লাল ডায়েরিতে লেখা থাকবে, আর যারা সঠিকভাবে কাজ করবে তাদের নাম সাদা ডায়েরিতে লেখা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *