আজ থেকে শুরু হল পাড়ায় পাড়ায় সুকান্তদা

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগনা, ১৭ ফেব্রুয়ারি: না কোনও মঞ্চ, না কোনও রাজকীয় তকমা। খুব সাধারণভাবেই পাড়ায় পাড়ায় প্রচার শুরু করলেন সুকান্ত। আসন্ন পৌরভোটে প্রচারে গিয়ে পাড়ায় পাড়ায় প্রচার সারলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এমন ঘটনার সাক্ষী থাকলেন উত্তর ২৪ পরগনার বারাসত, হাবড়া ও গাইঘাটার মানুষ।

ছিল না কোনও মঞ্চ বা কোনও রাজকীয় ব্যপার। পাড়ায় চেয়ার পেতেই সব কর্মী সমর্থকদের সঙ্গে এক তরফা পরিচয় পর্ব সেরে সুকান্তবাবু কর্মী ও প্রার্থীদের নিয়ে পাড়ায় পাড়ায় প্রচার শুরু করলেন। সেই সব এলাকায় ব্যানার ও ফেস্টুনে দেখা গেল “পাড়ায় সুকান্তদা”। বিজেপি সূত্রের খবর, এবার থেকে সুকান্ত মজুমদার পাড়ায় পাড়ায় প্রচার করতে যাবেন। বিজেপির প্রক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুরু করেছিলেন চা চক্র। আর আসন্ন পৌরভোটের আগে কর্মীদের মনবল বাড়াতে পাড়ায় পাড়ায় যাওয়া শুরু করলেন সুকান্ত মজুমদার।

বিজেপি সূত্রের খবর, ভোট পরবর্তী সন্ত্রাসে বিজেপির কর্মীরা অনেকটাই দমে রয়েছে, সেই কারণেই বিভিন্ন এলাকায় যাবেন সুকান্ত। আর সেই পরিকল্পনা শুরু হল ভোট প্রচারের মধ্যে দিয়ে। এদিন বারাসত, হাবড়া, গাইঘাটাতে এই কর্মসূচিতে যোগ দেন। এদিন হাবড়াতে ১২ নম্বর ওয়ার্ডে প্রার্থীদের নিয়ে পাড়ার একটি মাঠে চেয়ারে বসে কর্মীদের সঙ্গে পরিচয় করেন। এরপর কর্মীরা তাঁকে ফুল দিয়ে সম্বর্ধনা জানান। পরে প্রার্থী ও কর্মী সমর্থকদের নিয়ে পাড়ায় পাড়ায় প্রচার সারেন। বেশ কয়েকটি বাড়িতে গিয়ে জনসংযোগ করেন।

জানাগেছে, ভোটপর্ব মিটে গেলেও পাড়ায় পাড়ায় সুকান্তদা কর্মসূচি চলতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *