আমাদের ভারত, ৭ ডিসেম্বর: বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি হিন্দুদের। সে দেশের সংখ্যালঘুদের উপর মৌলবাদীদের হামলা থামার কোনো নামগন্ধ নেই। বিশেষত ইসকনের সাধু, অনুগামী ও মন্দিরের উপর হামলা চালাচ্ছে মৌলবাদীদের দল বলে অভিযোগ। একের পর এক মন্দিরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। এবার জানা গেছে, ঢাকায় ইসকন নামহাট্টা সেন্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সুকান্ত মজুমদার।
শনিবার এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন, “বাংলাদেশের ঢাকায় ইসকন নামহাট্টা সেন্টারে ভয়াবহ অগ্নিসংযোগের তীব্র নিন্দা করছি।”
তিনি আরো লিখেছেন, “আক্রমণে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের মূর্তি এবং পবিত্র মন্দিরের জিনিসপত্র ধ্বংস করা হয়েছে। এটি একটি উপাসনালয়ের বিরুদ্ধে ঘৃণা, ক্ষমার অযোগ্য কাজ।” তাঁর দাবি, “এই ঘটনায় পেছনে থাকা অপরাধীদের বিচারের আওতায় আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।”
এক্স হ্যান্ডলে এ ব্যাপারে পোস্ট করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তাঁর দাবি, ‘জ্বালিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মী-নারায়ণের মূর্তি। মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা’।
মন্দিরের ঠিকানা দিয়ে তিনি লিখেছেন, “বাংলাদেশে নামহাট্টায় ইসকনের আরও একটি কেন্দ্র পুড়ে গিয়েছে। সেই সঙ্গে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের বিগ্রহ এবং মন্দিরের ভিতরের সমস্ত জিনিসপত্র সম্পূর্ণ রূপে পুড়ে যায়। কেন্দ্রটি ঢাকায় অবস্থিত। আজ ভোররাত ২ থেকে ৩ টের মধ্যে দুষ্কৃতীরা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির এবং শ্রী শ্রী মহাভাগ্য লক্ষ্মী নারায়ণ মন্দিরে অগ্নিসংযোগ করে। মন্দিরটি তৎকালীন তুরাগ থানার আওতাধীন ধৌর গ্রামে অবস্থিত হরে কৃষ্ণ নামহট্ট সংঘের অধীনে পড়ে। মন্দিরের পিছনের টিনের ছাদ তুলে পেট্রোল ঢেলে আগুন জ্বালানো হয়।”
ইসকনের কলকাতা সহ সভাপতি রাধারমন দাস সংবাদ সংস্থা পিটিআই’কে বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য ও বৈষ্ণব ধর্মের সদস্যদের টার্গেট করা হচ্ছে। নিরবিচ্ছিন্নভাবে আক্রমণ করা হচ্ছে।