আমাদের ভারত, ৩০ অক্টোবর: পানিহাটির প্রৌঢ় প্রদীপ করের মৃত্যুর ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বুধবার প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর জন্য কমিশন ও বিজেপিকে দায়ী করে তিনি স্লোগান তোলেন, জাস্টিস ফর প্রদীপ কর। সামাজিক মাধ্যমে নিজের ডিপি পরিবর্তন করেছেন তিনি। আর এই কারণেই তাকে কপি ক্যাট বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নকল করার চেষ্টা করছেন।
প্রদীপ করের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন পানিহাটির যে ব্যক্তি এসআইআর- এর আতঙ্কে আত্মহত্যা করেছেন তার ডাইরিতে লেখা নিয়ে সন্দেহ রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো মৃত্যুই দুঃখের। কিন্তু যে ব্যক্তির নাম ২০০২- এর ভোটার তালিকায় রয়েছে তার চিন্তায় থাকার কথা নয়। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এসআইআর নিয়ে আতঙ্ক তৈরি করে ভয় দেখাচ্ছেন, তার পরিণতি এটা হতে পারে।
এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে আতঙ্কের পরিবেশ তৈরি করার অভিযোগ তুলেছে তৃণমূল। এর পাল্টা জবাবে সুকান্ত মজুমদার বলেছেন, ভুল বুঝিয়ে মিথ্যে ভয়ের বাতাবরণ তৈরি করেছে তৃণমূল। আর এর ফলেই এই ধরনের আত্মহত্যার ঘটনা ঘটাতে পারে।
আরজিকর কান্ডের পর পানিহাটির তিলোত্তমার বিচারের দাবিতে স্লোগান উঠেছিল জাস্টিস ফর আর জি কর। এই স্লোগানকে সামনে রেখে গণ অভ্যুত্থান দেখেছিল সারাদেশ। কিন্তু প্রদীপ করের মৃত্যুতে বিচারের দাবিতে সেই স্লোগানকেই ব্যবহার করার চেষ্টা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, আর জি করের ঘটনায় অভিষেক চুপ করে ছিলেন। সেই সময় তো উনি জিমে ব্যস্ত ছিলেন। উনি এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন সারা বিশ্ব আন্দোলন করলেও তৃণমূলের কিছু করতে পারবে না। বাংলার মানুষকে হিউমিলিয়েট করার চেষ্টা করলেন, যা চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ।

