Sukanta, BJP, উত্তরবঙ্গের জন্য দুটি নয়া ট্রেন সহ একাধিক প্রস্তাবের আর্জি, রেলমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ৫ ডিসেম্বর: জেলার উন্নয়নকে হাতিয়ার করে লোকসভা নির্বাচনে জয় ছিনিয়ে নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রথম থেকেই জেলার রেল যোগাযোগকে নতুন করে সাজাতে চেয়ে উদ্যোগী ছিলেন তিনি। এবার সেই লক্ষ্যে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। এখন সুকান্ত মজুমদার মোদী
মন্ত্রীসভার একজন সদস্য। কিন্তু সাংসদ হিসেবে জেলার উন্নয়নের কথা ভুলে যাননি, বরং সজাগ দৃষ্টি রেখে জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য জেলাবাসীর দাবি নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। একগুচ্ছ দাবি নিয়ে রেলমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন তিনি।

দক্ষিণ পূর্ব ভারতের সঙ্গে সরাসরি দক্ষিণ দিনাজপুরের যোগাযোগ বাড়াতে নতুন বছরে একজোড়া ট্রেন উপহার দিতে চান সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দীর্ঘদিন ধরে জেলার বাসিন্দাদের এই দাবি পূরণ করতে এবার উদ্যোগী হয়েছেন তিনি। পরিকাঠামোর অভাবে এতদিন দূরপাল্লার ট্রেন চালু নিয়ে আশা করত না বালুরঘাট। কিন্তু এবারে পিট ও সিক লাইনের কাজ প্রায় শেষের দিকে আসতেই দূরপাল্লার ট্রেন চালু নিয়ে রেলমন্ত্রীর দ্বারস্থ হলেন বালুরঘাটের সাংসদ।

রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে বালুরঘাট থেকে বেঙ্গালুরু এবং বালুরঘাট থেকে গুয়াহাটি জোড়া ট্রেনের দাবি জানিয়েছে সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, বুনিয়াদপুর- কালিয়াগঞ্জ রেল প্রকল্পের কাজ, গঙ্গারামপুর রেল স্টেশনকে অমৃত ভারতের আওতায় আনা, রামপুর- শিলিগুড়ি ইন্টারসিটি দাঁড়ানো, হাওড়া আর তেভাগা দৌলতপুর রেল স্টেশনে দাঁড়ানো সহ জেলার রেল পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত নানা দাবি লিখিতভাবে রেলমন্ত্রীকে জানিয়েছেন সুকান্ত মজুমদার।

বালুরঘাট থেকে শিলিগুড়ি বা কলকাতাগামী কয়েকটি ট্রেন ও দিল্লিগামী ট্রেন চলাচল করলেও দক্ষিণ ভারত ও পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগের দাবি দীর্ঘদিন ধরে করে আসছে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারা। সুকান্ত মজুমদার সাংসদ হবার পরে এই নতুন ট্রেনগুলি চালু করার জন্য উদ্যোগী হয়েছেন। কিন্তু পরিকাঠামোর অভাবে তা করতে পারেননি বলে বারবার আক্ষেপও করেছেন।

বালুরঘাট রেল স্টেশনে দূরপাল্লার ট্রেন চালানোর জন্য পিট ও সিক লাইনের ব্যবস্থা ছিল না। সুকান্তবাবুর তৎপরতায় এই কাজগুলি প্রায় শেষ পর্যায়ে, তাই এবার দক্ষিণ ভারত ও পূর্ব ভারতে ট্রেনের দাবি জোরালো হতেই রেলমন্ত্রী দ্বারস্থ হলেন সুকান্ত মজুমদার। রেলমন্ত্রীর কাছে দাবি পত্র পেশ করে রেল প্রকল্প নিয়ে রাজ্য সরকারের অসহযোগিতার ও অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, রেলমন্ত্রীর সঙ্গে আমার দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে জেলার আটকে থাকা রেল প্রকল্প যেমন বালুরঘাট হিলি রেল প্রকল্প, বুনিয়াদপুর কালিয়াগঞ্জ নিয়ে কথা হয়েছে। বালুরঘাট থেকে দুটি নতুন ট্রেন চালুর ব্যাপারে কথা বলেছি। প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে ৬০টির মতো প্রকল্প আটকে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *