Sukanta, BJP, শেষ দিনের ধর্না মঞ্চ থেকেই ১ কোটি সই সংগ্রহ, পথসভা সহ একাধিক কর্মসূচির ঘোষণা সুকান্তর, বড় আন্দোলনে নামছে পদ্ম শিবির

আমাদের ভারত, ১৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডকে সামনে রেখে ধর্মতলার ধর্নার শেষ দিনে ওই মঞ্চ থেকেই আগামী দিনের কর্মসূচি ঘোষণা করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, আমাদের আগামী কার্যক্রম চলবে।

সুকান্ত মজুমদার জানান, বুধবার থেকে রাজ্যের প্রত্যেক জায়গায় পথসভা হবে। রাজ্যে সব পৌর এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে ও পঞ্চায়েতে ২ থেকে তিনটি করে সভা হবে। আগামী ২৩ সেপ্টেম্বর কলকাতা এবং সংলগ্ন সব রেল স্টেশন এলাকায় মাইক বেঁধে ন্যায় বিচারের দাবিতে সভা করে মানুষের কাছে সই সংগ্রহ চলবে। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই দাবিতে এক কোটি সই সংগ্রহ হবে। তিনি জানান, এই সই সংগ্রহ করে তারা সেটা রাজ্যপালের কাছে জমা দেবেন।

২৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে সভা করবে বিজেপি। মহিলারা থানা সাফাই অভিযান করবে। এসডিও অফিসেও দুর্নীতি সাফাই অভিযান হবে ঝাঁটা নিয়ে। জেলায় জেলায় পুজোয় বুক স্টল হবে। খাতা থাকবে, পদত্যাগের দাবিতে সই সংগ্রহ হবে পুজো প্যান্ডেলের সামনে। হাজরা মোরে সভার বিষয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে, অনুমতি না দিলে, আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন সুকান্ত মজুমদার। বিজেপি নেতা বলেন, “আমরা রাজ্যপালের কাছে এই সই নিয়ে যাব, বলব ৩৫৬ বা ৩৫৫ যাই হোক আপনি সরকারকে উৎখাত করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *