আমাদের ভারত, ২৮ জুন: “ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের প্রথম রাজ্য সভাপতি, প্রাক্তন বিধায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শ্রী হরিপদ ভারতী মহাশয়ের জন্মজয়ন্তীতে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।” শনিবার এই ভাষায় প্রাক্তন নেতাকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু এক্সবার্তায় লিখেছেন, “তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষক, একজন দক্ষ সংগঠক ও ভারতীয় জনতা পার্টির হাজারো কার্যকর্তাদের প্রেরণার উৎস। তাঁর অবদান চিরস্মরণীয়। তাঁর ত্যাগ ও অবদান আমাদের কাছে চিরস্মরণীয়, চিরপ্রেরণা।”