আমাদের ভারত, ১৯ আগস্ট: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদের ঝাঁঝ আরো বাড়ালেন বঙ্গ বিজেপি সেনাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এবার সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন বিজেপির রাজ্য সভাপতি। সোমবার আদালতে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন সুকান্ত মজুমদার।
তৃণমূল সাংসদ সুখেন্দু শেখরের পোস্টকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা দেগেছেন সুকান্ত মজুমদার। তৃণমূল সাংসদ স্বীকার করে নিয়েছেন এই ঘটনায় কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও পুলিশ কমিশনার বিনীত গোয়েল জড়িত। রাজ্য প্রশাসন রসাতলে গেছে। সরকারের অধঃপতন নিয়ে দলের লোকই প্রশ্ন তুলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি।
বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, সিএম- এর পদত্যাগ চাই, কাল কোর্টে যাব। ২০ আগস্ট থেকে ২৩ আগস্ট লাগাতার ধর্ণায় বসবে বিজেপি। দলের বিভিন্ন মোর্চাদের নিয়ে স্বাস্থ্য ভবনে অভিযান চালানো হবে। ২২ আগস্ট স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে।
সুকান্ত মজুমদার আরো বলেন, স্বাস্থ্য ভবন ঘুঘুর বাসা। আমরাও বিচার চাই। অবিলম্বে আসল অপরাধীদের গ্রেফতার করা হোক। তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বলেন, সিবিআইকে বলব পুলিশ এবং আর জি কর প্রশাসনের কর্তাদের মধ্যে টেলিফোনিক কথাবার্তায় নজর দিতে।
সুকান্ত মজুমদারের দাবি, লকেট সহ আমাদের যাদের নোটিশ পাঠানো হয়েছে তাদের কেউ লালবাজারে যাবে না, অন্য কেউ যদি আমাদের তরফে আইনি সহায়তা চান আমরা দিতে প্রস্তুত। আরজিকর ইস্যুতে লড়াই চালিয়ে যান। আরজিকর ইস্যুতে শ্যামবাজারে বিজেপির ধর্না অবস্থানে পুলিশ বাধা দিয়েছিল, তাই আগামীকাল আদালতে যাচ্ছি। ধর্না অবস্থানের অনুমতির আবেদন জানাবে সুকান্ত মজুমদারের দল।