Ayodhya, Ram Mondir, Sukanta, অযোধ্যায় রাম মন্দিরে উদ্বোধন উপলক্ষে ১১০০ কেজি গোবিন্দ ভোগ চাল পাঠালেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ২১ জানুয়ারি: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে না পারলেও দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পুজোর সামগ্রী পাঠাচ্ছেন ভক্তরা। রামলালার সেবায় এবার অযোধ্যায় এক হাজার একশো কেজি গোবিন্দভোগ চাল পাঠালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

রবিবার নিজের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে সুকান্ত মজুমদার লেখেন, মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়। আজ প্রভু শ্রীরামের সেবায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে অযোধ্যায় ১১০০ কেজি গোবিন্দভোগ চাল পাঠালাম। জয় শ্রী রাম। একটি ট্রাকে করে এই চাল পৌঁছে যাবে অযোধ্যায়। রবিবার বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয় অফিসের সামনে নারকেল ফাটিয়ে ও রামের ছবি অঙ্কিত বিশেষ ধ্বজা নাড়িয়ে এই সফরের সূচনা করেন সুকান্ত মজুমদার। এখানে সুকান্তবাবুর সঙ্গে ছিলেন বিজেপির স্থানীয় কর্মী সমর্থকরা।

সাংসদ বলেন, “আমাদের জেলায় এই চাল বিখ্যাত। খিচুড়ি রান্নার জন্য জনপ্রিয়। দেশের বিভিন্ন জায়গা থেকে রাম মন্দির উদ্বোধনের আগেই উপহার পাঠানো হচ্ছে। বালুরঘাট থেকে এই চাল পাঠিয়ে নিজেকে কৃতার্থ মনে করছি।”

এর আগে বাংলার সুন্দরবন থেকে মধু পাঠানো হয়েছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মধু পাঠিয়েছেন। পূর্ব মেদিনীপুর থেকে ফুল গেছে। রাম মন্দির সাজানোর জন্য দিল্লির ব্যবসায়ীরা এজেন্ট মারফত চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল পূর্ব মেদনীপুর থেকে কিনেছেন বলে জানাগেছে। রাম মন্দিরে ফুল পাঠিয়ে খুশি ফুল চাষিরাও।

ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্য থেকে ফুল, ফল সহ পূজার একাধিক সামগ্রী পৌঁছেছে অযোধ্যায়। সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সোমবার রাম মন্দিরের গর্ভগৃহে রামলালা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *