Ram mandir, BJP, ২২ জানুয়ারি রাম মন্দির নিয়ে কর্মসূচিতে বাধা পেলে সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর দিল বঙ্গ বিজেপি

আমাদের ভারত, ২১ জানুয়ারি: দেশের অন্যান্য জায়গার মতো এরাজ্যেও বিভিন্ন জায়গায় রাম মন্দির উদ্বোধন ঘিরে সোমবার ২২ জানুয়ারি নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তু এই ধরনের কর্মসূচি করতে বাধা পাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাই রাম মন্দির নিয়ে কর্মসূচি পালনে বাধা পেলে হেল্প লাইন নম্বরে ফোন করে সাহায্য চাওয়ার কথা জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব।

রাম মন্দির উদ্বোধন ঘিরে রামময় হয়ে উঠেছে সারা দেশ। দীর্ঘ এক মাস ধরে নানা কর্মসূচি পালন করা হয়েছে এই মন্দির উদ্বোধনকে ঘিরে। বহু মানুষের বহু অপেক্ষার পর আগামীকাল সেই দিন। কিন্তু সকলে অযোধ্যায় পৌঁছতে পারবেন না বা সকলে সেখানে গেলে পরিস্থিতি দুর্বিষহ হতে পারে। তাই প্রধানমন্ত্রী সহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের তরফে নিজ নিজ এলাকায় রাম মন্দির উদ্বোধনের দিন কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন। সেই মতো দেশের অন্যান্য জায়গার মতো এরাজ্যেও বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তু এই ধরনের কর্মসূচি করতে বাধা দেওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাই রাম মন্দির নিয়ে কর্মসূচি পালনে বাধা পেলে হেল্প লাইন নম্বরে ফোন করে সাহায্য চাওয়ার কথা জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সহ বিভিন্ন জায়গায় এই হেল্পলাইন নম্বরটি প্রকাশ করা হয়েছে। লেখা হয়েছে, “২২ জানুয়ারি ২০২৪ কোন জায়গায় রাম মন্দির নিয়ে কর্মসূচি করতে গিয়ে কোনরকম বাধা পেলে বা কোনরকম অপ্রীতিকর ঘটনায় আইনি সহযোগিতার জন্য কল করুন এই হেল্পলাইন ৭৬০৫০২৬১১৫ নম্বরে।

২২ জানুয়ারি ২০২৪ কোনো জায়গায় রাম মন্দির নিয়ে কর্মসূচি করতে গিয়ে কোন বাধা পেলে বা কোনো অপ্রীতিকর ঘটনার আইনি সহযোগিতার জন্য কল করুন এই হেল্পলাইনে 7605026115.

#RamMandirPranPratistha #RamMandir

– *BJP West Bengal*

অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ঘিরে দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে উঠেছে। খোদ প্রধানমন্ত্রী ভগবান রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করবেন বলে সংযম পালন করছেন।
দেশজুড়ে সোমবার অকাল দীপাবলির হতে চলেছে। কুমোরেরা বলেছেন দীপাবলির থেকেও বেশি প্রদীপ বিক্রি হয়েছে তাদের।

কিন্তু অন্যদিকে বিরোধীদের অন্যতম তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিলের ডাক দিয়েছে ওইদিন। আর এই মিছিল ঘিরে সমস্যা তৈরির আশঙ্কা করছেন অনেকেই। আবার রাম মন্দির উদ্বোধনের দিন এলাকায় কর্মসূচিতে বাধা আসতে পারে বলেও আশঙ্কা করছেন পদ্ম নেতারা। তাই আগে ভাগেই দলের কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য হেল্পলাইন নম্বর জারি করার পদক্ষেপ করল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *