পুরুলিয়ায় বিজেপি জিতলে জেলা সভাধিপতির পদ ছাড়ার অঙ্গীকার সুজয় বন্দ্যোপাধ্যায়ের  

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৫ ফেব্রুয়ারি: আগামী বিধানসভা নির্বাচনে জেলার একটিতেও বিজেপি প্রার্থী জয়ী হলে জেলাপরিষদের সভাধিপতির পদ থেকে সরে দাঁড়ানোর হুংকার দিলেন সুজয় বন্দ্যোপাধ্যায়।শনিবার, পুরুলিয়ার রবীন্দ্রভবনে আয়োজিত দলীয় একটি মেগা যোগদানের অনুষ্ঠানে এই মন্তব্য করলেন তৃণমূলের এই নেতা। তিনি বলেন, ‘বিজেপির অহংকার দলীয় নেতা কর্মীদের মনে আঘাত করেছে। এটা ওই দলের নেতা কর্মীরা আমাদের সঙ্গে দেখা করে বলছেন। জেলায় বিজেপি গড়ার কারিগরদের উপেক্ষা করছে বর্তমান জেলা নেতারা। তাই, এক প্রকার গণহারে তৃণমূলের পতাকা ধরছেন উপেক্ষিত বিজেপির সংগঠকরা। আর আমরা সশক্তিতে বিধানসভায় জেলার ৯ টি কেন্দ্রেই জয়ী হব।’  
   

এদিন ‘চল যাই তৃণমূলে’ শীর্ষক সভা মঞ্চে রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক এবং শান্তিরাম মাহাতো বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন দল থেকে আসা সংগঠক ও জনপ্রতিনিধিদের দলীয় উত্তরীয় পরিয়ে হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন। এদিন তৃণমূল থেকে সদলবলে এলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিকাশ মাহাতো, জয়পুরের প্রাক্তন বিধায়ক বিন্দেশ্বর মাহাতো, প্রাক্তন বিজেপির জেলা ওবিসি মোর্চা সভাপতি পরেশ রজক, পুরুলিয়া কেন্দ্রে ২০১৬ বিজেপি প্রার্থী নগেন্দ্র ওঝা সহ এক ঝাঁক সংগঠক। ওই মঞ্চেই তৃণমূলের বিরুদ্ধে মানবাজারে সক্রিয় নির্দল নেতা দেবেন মাহাতো সদলবলে তৃণমূলে যোগ দেন। এছাড়া পুরুলিয়া-২ ও আড়ষা ব্লকের কয়েক জন পঞ্চায়েত সদস্য সদস্যা।

         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *