শিলদায় মাওবাদী হামলায় নিহত জওয়ানদের মৃত্যুর বর্ষপূর্তি অনুষ্ঠান রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৫ ফেব্রুয়ারি: সরকারের গ্রিনহান্টের বিরুদ্ধে দশ বছর আগে পিস হান্টের ডাক দিয়েছিলেন মাওবাদীদের শীর্ষনেতা কিষাণজী। ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি গ্রিন হান্টের প্রতিবাদ জানিয়ে জঙ্গলমহলের শিলদার ইএফআর ক্যাম্পে সশস্ত্র অভিযান চালিয়েছিল মাওবাদীরা। মাওবাদীদের এই সশস্ত্র অভিযানে ২৪ জন ইএফআর জওয়ান প্রাণ হারিয়েছিলেন। মাওবাদীদের এই হামলায় লুট হয়েছিল ৭৪ টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র।

মাওবাদীদের আক্রমণে নিহত জওয়ানদের মৃত্যুর বর্ষপূর্তি অনুষ্ঠান করলো রাজ্যের পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। শিলদা বাজারে এদিন শহিদদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে ছিলেন ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের পশ্চিমাঞ্চলের এডিজি সঞ্জয় সিংহ, ছিলেন বাঁকুড়া রেঞ্জের আইজি রাজ শেখরন। এছাড়াও ছিলেন সিআরপিএফের ১৬৫ ব্যাটেলিয়নের বিনোদ কুমার মুহুরীল এবং ১৮৪ ব্যাটেলিয়ানের আনন্দ ঝাঁ। এদিনের স্মরণসভা থেকে এলাকার শতাধিক দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *