আমাদের ভারত, ১৮ এপ্রিল: ডোমজুড়ে আনিস খান হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে সোমবার টুইটারে ফের তোপ দাগলেন বামফ্রন্টের প্রাক্তন পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।
তিনি লিখেছেন, “ছাত্র আনিস খান হত্যাকাণ্ডের ৫৮ দিন পার হোল। মুখ্যমন্ত্রী সময় চেয়েছিলেন ১৫ দিন।।
কী হলো? ওসি গ্রেফতার হয়নি। তৃণমূল বিধায়কের স্বামী এবং এসপি খারিজ হয়নি। পুলিশ মন্ত্রী পদত্যাগ করেননি।
তদন্ত এবং শাস্তি কোথায়? রাষ্ট্রীয় খুন ধামাচাপা দিতেই মুখ্যমন্ত্রীর যাবতীয় ছলচাতুরী!“
এই সঙ্গে, সুজনবাবু প্রকাশিত একটি খবরের কাটিং যুক্ত করেছেন। তাতে লেখা, “ঠিক এক বছর আগের ইদে আমতার ইদগাহে বাপ-বেটায় এক সঙ্গে নমাজ পড়েছিলেন। এ বার রমজানের ইফতার করে সেই বাবাই ছেলের অপমৃত্যুর তদন্তে ‘ইনসাফের’ দিকে তাকিয়ে। খুঁজছেন তার রাস্তা।
রবিবার সন্ধ্যায় শিবপুরের পিএম বস্তির এক ইফতার অনুষ্ঠান শেষে নমাজ পড়ে আনিস খানের বাবা সালেম খান বললেন, “সিটের তদন্তে আমার একটুও আস্থা নেই। কাল হাই কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছি। রামপুরহাটের ঘটনায় যদি সিবিআই তদন্তের নির্দেশ হয়, আশা করছি, আমার ছেলের মৃত্যুর তদন্তভারও সিবিআইয়ের হাতেই দেবে হাই কোর্ট।” সালেম নাছোড়, হাই কোর্ট সিবিআই তদন্তের আর্জি মঞ্জুর না করলে, প্রয়োজনে তিনি দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবেন।”