আমাদের ভারত, ৫ জুন: অনুব্রত মন্ডলকে নানাবিধ সহায়তার অভিযোগ উঠছে তৃণমূলপন্থী উদ্যোগপতি মলয় পিটের বিরুদ্ধে। বুধবার রাতে এক্সবার্তায় মলয়বাবুকে বিঁধলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
সুজনবাবু লিখেছেন, “তৃণমূল, বিজেপি দুই দলের সাথেই মলয় পিটের সখ্যতা মানুষ জানেন।
শান্তিনিকেতন মেডিকেল কলেজের মালিক মলয় পিটের ব্যবসায় কেষ্টর অবদানের কথাও কারোর অজানা নয়। কেষ্টকে বাঁচাতে মলয় পিটের মেডিকেল কলেজের নাম জড়ানোটাই স্বাভাবিক। দুর্নীতিরই অংশ। দড়ি পরিয়ে টানতে টানতে জেলে ঢোকানো উচিত।”
প্রসঙ্গত, কেন্দ্রীয় আইন অমান্য করে তাঁর মালিকানাধীন বেসরকারি বিএড কলেজ চালানোর দায়ে কিছুকাল আগে অভিযোগ উঠেছিল মলয়বাবুর বিরুদ্ধে। ওই আইন রূপায়ণের আবশ্যিকতার কথা তুলে মলয়বাবুর বিরাগভাজন হয়েছিলেন বেসরকারি বিএড কলেজসমূহের তদারককারী বাবা সাহেব অম্বেদকার এডুকেশন ইউনিভার্সিটির উপাচার্য ডঃ সোমা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মলয়বাবুর বিরুদ্ধে অভিযোগ যায় বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছেও।