Sujan, CM, মুখ্যমন্ত্রীর ‘আন্দোলনের লক্ষ্মণরেখা’-র হুঁশিয়ারিকে তোপ সুজনের

আমাদের ভারত, ২০ মে: চাকরিহারা প্রতিবাদী শিক্ষকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘আন্দোলনের লক্ষ্মণ রেখা’-র যে হুঁশিয়ারি দিয়েছেন, তাকে তোপ দাগলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

সুজনবাবু লিখেছেন, “সমাজে প্রতিটি ক্ষেত্রেই লক্ষ্মণরেখা জরুরি। মুখ্যমন্ত্রী তো সর্বজ্ঞানী! উনি আন্দোলনেরটা বললেন বটে, কিন্তু দুর্নীতির লক্ষ্মণ রেখা? চাকরি চুরির? ওর বাহিনীর জবরদস্তি এবং বেহিসেবী সম্পদের লক্ষ্মণ রেখাটা কি উনি বলবেন?

বিরোধী নেত্রী হিসেবে আন্দোলনের নামে ওর লক্ষ্মণ রেখা? অল বোগাস।।”

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আদেশের প্রতিবাদে
সল্টলেকে শিক্ষা বিভাগের সদর দফতরের বাইরে শিক্ষকদের ধর্না চলছে। সোমবার, ১৩তম দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আন্দোলনের ‘লক্ষ্মণরেখা’ অতিক্রম না করার জন্য সতর্ক করেন।

এর আগে, এক্সবার্তায় অপর পোস্টে সুজনবাবু লিখেছেন, “দুর্নীতির চাকরি আর চাকরি চোরদের রক্ষা করতে চাইছেন হীরক রানী। তাঁর অপরাধেই স্বচ্ছ চাকরিরত মাষ্টারমশাইরা বিপদে। শিক্ষাব্যবস্থা সঙ্কটে। হোমটাস্ক নির্দিষ্ট। ওএমআর শিট প্রকাশ এবং সরকারের অপরাধের স্পষ্ট স্বীকারোক্তি। এদিক ওদিক হাতড়িয়ে অযথা কিছু লাভ আছে কি?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *