গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি করে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো কেন্দ্র, অভিযোগ সুজন, মনোজের

আমাদের ভারত, কলকাতা, ১২ ফেব্রুয়ারি: গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। রাজ্য বিধানসভায় কেন্দ্রীয় সরকারকে এই ভাষাতেই আক্রমন করলো বাম কংগগ্রেস। কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, কেন্দ্র এক ধাক্কায় সিলিন্ডার প্রতি গ্যাসের দাম প্রায় ১৫০ টাকা বৃদ্ধি করেছে। অতীতে কোনও সরকার এক ধাক্কায় গ্যাসের দাম এত বাড়ায়নি। কেন্দ্রীয় সরকার মানুষের মুখের অন্ন কেড়ে নিতে চাইছে বলে বিধানসভায় সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেন মনোজ চক্রবর্তী। গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে কংগ্রেস মানুষের কাছে যাবে বলেও এদিন জানান কংগ্রেসের বিধানসভার পরিষদীয় দলনেতা।

অন্যদিকে সুজন চক্রবর্তী বলেন, গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি করে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো কেন্দ্র। মানুষ বিজেপিকে আর পছন্দ করছেন না। যুদ্ধের সরকারকে সরাতে পারলে মানুষ বাঁচে। একটার পর একটা নির্বাচনে বিজেপি পরাজিত হচ্ছে। সম্প্রতি দিল্লির নির্বাচনে বিজেপি নেতাদের রাস্তায় আছাড় মেরেছেন। তারপরেও শিক্ষা হয়নি বলে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন বাম বিধায়ক সুজন চক্রবর্তী। এভাবে সিলিন্ডার পিছু দাম বৃদ্ধি হওয়ায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন সুজন চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *