রাজেন রায়, কলকাতা, ২৭ ডিসেম্বর: পশ্চিমবঙ্গের অন্যতম ক্রীড়া তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়’কে বিজেপি তাদের দলে নেওয়ার জন্য বারবার চেষ্টা চালিয়েছে। কিন্তু সরাসরি রাজনীতিতে আসতে কোনদিনই রাজি হননি দাদা। রবিবার বিকেলে আচমকাই সৌরভ গাঙ্গুলি গিয়ে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে। নিছক প্রয়োজনের কারণে আলাপচারিতা নাকি এর পেছনে রয়েছে কোনও কারণ সেই নিয়েই এখন চলছে জল্পনার পারদ। রাজ্যপাল জানিয়েছেন তার সঙ্গে সৌরভের অনেক বিষয়ে কথা হয়েছে।
রবিবার বিকেল ৪টে বেজে ৪০ মিনিটে রাজভবনে পৌঁছন তিনি। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে তারপর তিনি বেরিয়ে যান। কেন এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করতে এসেছিলেন সে বিষয়ে সাংবাদিকদের কোনো উত্তর দিতে চাননি। বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে যে জল্পনা শুরু হয়েছে, রাজ্যপালের সঙ্গে এই সাক্ষাতে তা আরও উসকে দিল বলেই মনে করছেন সকলে।
আজীবন বাম ঘেঁষা হলেও গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সঙ্গেও গঙ্গোপাধ্যায়ের সুসম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বিজেপি-তে তাঁর যোগদানের জল্পনা একেবারেই খারিজ করে দেননি গঙ্গোপাধ্যায় পরিবার। তবে ক্রিকেট অ্যাকাডেমির জমি নিয়েও রাজ্যপালের সঙ্গে তিনি কথা বলতে গিয়ে পারেন বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের। কারণ ক্রিকেট অ্যাকাডেমি গড়ার জন্য রাজ্য সরকার তাঁকে একটি জমি দিয়েছিলেন। কিন্তু কিছু দিন আগে নবান্নে গিয়ে সেই জমি ফিরিয়ে দিতে চান বলে জানিয়েছিলেন সৌরভ। কারণ সেই জমি সংক্রান্ত কিছু সমস্যা ছিল। সেই বিষয়েও তিনি রাজ্যপালের সঙ্গে আলোচনা করে থাকতে পারেন বলে অনুমান করছেন অনেকে।