অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৬ জানুয়ারি: কেন্দ্রের বিজেপি সরকারের প্রবর্তন করা নয়া কৃষি আইন ২০২০ কৃষক স্বার্থ বিরোধী, এই অভিযোগে প্রায় ২ মাস ধরে রাজধানী দিল্লির বেশিরভাগ রাস্তা অবরোধ করে চলছে কৃষক বিদ্রোহ।আর আন্দোলনরত সেই কৃষকরা আজ ২৬ শে জানুয়ারি ট্রাকটার নিয়ে দিল্লিতে কৃষক প্যারেড করার সিদ্ধান্ত নিয়েছেন কৃষি আইন বাতিলের দাবিতে। দিল্লির সেই কৃষক প্যারেডকে সংহতি জানাতে প্রজাতন্ত্র দিবসের দিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বাজারে মিছিল করল এসইউসিআইয়ের কৃষক সংগঠন এআইকেকেএমএস। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসইউসিআইয়ের গোপীবল্লভপুর লোকাল কমিটির সম্পাদক ধর্মপাল বিশুই, কৃষক নেতা উত্তম পাত্র, শঙ্কর মাহাত প্রমুখ।