আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারি:
জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধী আন্দোলন দমনে দিল্লিতে হত্যা ও হিংসার প্রতিবাদ জানিয়ে শুক্রবার বেলদাতে বাম দল এসইউসিআই’য়ের কর্মী-সমর্থকরা ধিক্কার মিছিল করেছে। দলের নেতৃত্বদের দাবি, দিল্লিতে হত্যা ও হিংসা বিজেপি এবং আরএসএস দ্বারা সংগঠিত হচ্ছে। যা অত্যন্ত নিন্দনীয়। বিক্ষোভ মিছিল থেকে একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ধিক্কার মিছিলটি বেলদার কেশিয়াড়ি মোড় থেকে শুরু হয়ে বেলদা বাজার ঘুরে ট্রাফিক স্ট্যাণ্ডের সামনে শেষ হয়। মিছিল শেষে সেখানে তারা একটি পথসভা করে। সেখানে দলীয় নেতৃত্বরা ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে বক্তব্য রাখেন।