আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ ফেব্রুয়ারি: ঝাড়খন্ড রাজ্য ও ঝাড়গ্রাম জেলা সীমান্তের গিধনী স্টেশনের কিছুটা দূরে রেললাইনে কাটা পড়ে পূর্ণবয়স্ক একটি হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে
ঝাড়খন্ড সীমান্তের শুনশুনিয়া এলাকায়। শুক্রবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর টাটানগর শাখার গিধনী এবং চাকুলিয়া স্টেশনের মাঝখানে রেল লাইনের ধারে পূর্ণবয়স্ক ওই হাতিটিকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারা বনদপ্তরের গিধনী রেঞ্জের আধিকারিকদের খবর দেন। বৃহস্পতিবার রাতে রেললাইন পারাপার করার সময় কোনও ট্রেনের ধাক্কায় হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন বনদপ্তরের আধিকারিকরা।
উল্লেখ্য, কয়েক মাস আগে এই এলাকাতেই রেললাইন পার হওয়ার সময় জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে কাটা পড়ে তিনটি হাতির মৃত্যু হয়েছিল। কয়েকদিন ধরে ঝাড়খন্ড – বাংলা সীমান্ত এলাকার গিধনীর কাছে শবর পাড়ায় তান্ডব চালাচ্ছিল তিনটি হাতি। বৃহস্পতিবার রাতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হওয়া হাতিটি তাদের মধ্যে একটি বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা।