পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৯ মার্চ: রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং রাজ্যের ৮২০৭টি সরকারি স্কুল তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আজ আন্দোলনের নামলো এস ইউ সি আই কমিউনিস্ট দল। আজ বেলদাতে মিছিল ও পথসভা করে।
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদাতে একটি মিছিল ও পথসভা করে তারা। দুই শতাধিক কর্মী সমর্থক নিয়ে মিছিলটি বেলদা কেশিয়াড়ি মোড় থেকে শুরু করে সমগ্র বেলদা বাজার পরিক্রমা করে বেলদা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে একটি পথসভার ও আয়োজন করা হয় এদিন।
এদিন রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও রাজ্যের একাধিক স্কুল বন্ধ করে দেওয়া সেইসঙ্গে কেন্দ্রীয় রাজ্যের একাধিক বিষয় নিয়ে এই সভা থেকে বক্তব্য তুলে ধরেন উপস্থিত নেতৃত্বরা।