SUCI, Railway Minister, ১২ দফা দাবিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে স্মারকলিপি এসইউসিআই- এর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ মার্চ: দক্ষিণ-পূর্ব রেলওয়েতে অস্বাভাবিকভাবে দেরিতে ট্রেন চলাচলের প্রতিবাদ, হঠাৎ করে ট্রেন বাতিল ও রেলের সামগ্রিক বেসরকারিকরণের বিরোধিতা, যাত্রী সাধারণের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে আজ এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে রেল ভবনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দপ্তরে ১২ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধিবদলে ছিলেন, দলের পক্ষে মধুসূদন বেরা, নারায়ণ চন্দ্র নায়ক, শান্তি ঘোষ, প্রদীপ দাস, শঙ্কর মালাকার প্রমুখ।

দপ্তরের সেকশন অফিসার শক্তি সিং টোকাস স্মারকলিপি গ্রহণ করেন। দাবিগুলির মধ্যে অন্যতম হল- রেলের সময়সারণি মেনে সমস্ত ট্রেন চালানো, আগাম ঘোষণা না করে-গুরুত্বপূর্ণ কারণ ছাড়া হঠাৎ করে ট্রেন বাতিল বন্ধ, প্যাসেঞ্জার ট্রেনের প্রয়োজনীয় চরিত্র না পাল্টে কেবল এক্সপ্রেস ট্রেনের তকমা লাগিয়ে বর্ধিত ভাড়া আদায় বন্ধ, রেলের সার্বিক বেসরকারিকরণের যাবতীয় পদক্ষেপ বাতিল, যাত্রী সুবিধার্থে প্রতিটি স্টেশনে নিঃশুল্ক পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা, বেলদা- বালিচক- পাঁশকুড়া প্রভৃতি রেলস্টেশনের কাছাকাছি জনবহুল এলাকার রেল গেট/লেভেল ক্রসিংগুলিতে অবিলম্বে ফ্লাই-ওভার (রোড ওভার ব্রিজ) বা রোড আন্ডারপাশ নির্মাণ, বেলদা-দিঘা ও আরামবাগ-চন্দ্রকোনা রোড স্টেশন থেকে ঘাটাল হয়ে পাঁশকুড়া স্টেশন পর্যন্ত নতুন রেল লাইন স্থাপন, ঝাড়গ্রাম-হলদিয়া বা দিঘা থেকে খড়্গপুর-হাওড়ার সঙ্গে সংযোগকারী ট্রেনের সংখ্যা বাড়ানো, গুরুত্বপূর্ণ স্টেশনগুলির দু’দিকে বুকিং কাউন্টার এবং প্রতিটি প্ল্যাটফর্মে লিফ্ট অথবা এস্কেলেটরের ব্যবস্থা, লোকাল ট্রেনের ভেতরের ডিসপ্লে বোর্ডে এবং মাইকে সেই ট্রেনের বিভিন্ন অবস্থানের পরবর্তী যে স্টেশনে ট্রেন দাঁড়াবে তার সংবাদ ভেতরের যাত্রীদের কাছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পৌঁছে দেওয়া প্রভৃতি।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, মালগাড়ি ও বন্দে ভারত ট্রেনকে আগে পাশ করার পরিপ্রেক্ষিতে অস্বাভাবিকভাবে লোকাল ট্রেন দেরিতে চলছে। দলের পক্ষ থেকে জানানো হয়, অবিলম্বে ট্রেন লেট সমস্যার সমাধান না হলে রেল যাত্রীরা রেল অবরোধ সহ বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *