Asha warker, Tamluk, তমলুক ও নন্দীগ্রামে আশা কর্মীদের বিক্ষোভ- ডেপুটেশন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ মার্চ: পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে তমলুক ও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার প্রধান স্বাস্থ্য আধিকারের কাছে ছয় দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।

মা-শিশু ও জনগণের পরিষেবা দেওয়ার কাজ আশা কর্মীরা করে থাকেন। কিন্তু করোনার পর থেকে স্বাস্থ্য সংক্রান্ত কাজ ছাড়াও বহু কাজ করতে হয়, যার পারিশ্রমিক পায় না আশা কর্মীরা। রাজ্য সরকার দেয় মাত্র ৫২৫০ টাকা। এই টাকায় সংসার চলে না। ইনসেন্টিভের টাকাও ৩-৪ মাস বাকি থাকে। এবারের বাজেটে উভয় সরকারই অনেক প্রত্যাশা দিয়েও কোনো কিছু বাড়ায়নি। কর্মরত অবস্থায় বহু কর্মী মারা যাচ্ছে। প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও পরিবারের জন্য কোনো ঘোষণা নেই। তাই আজ রাজ্যজুড়ে প্রতি জেলায় জেলার প্রধান স্বাস্থ্য আধিকারিকের কাছে বেতন বৃদ্ধির দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়।

ডেপুটেশনে নেতৃত্ব দেন রাজ্য সভানেত্রী কৃষ্ণা প্রধান, জেলার যুগ্ম সম্পাদিকা ইতি মাইতি ও মানসী দাস, জেলা সভানেত্রী শ্রাবন্তী মণ্ডল, সহ সভানেত্রী মহুয়া রায়, সহ সম্পাদিকা অনিমা আদক ও সেলী সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন এআইইউটিইউসি’র সর্বভারতীয় কমিটির সদস্য কমরেড জ্ঞানানন্দ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *