SUCI, letter, CM, Sandeshkhali, সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রীকে এস ইউ সি আই (সি)-র চিঠি

আমাদের ভারত, ২৭ ফেব্রুয়ারি: এস ইউ সি আই (সি) দলের প: ব: রাজ্য কমিটির তরফ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সন্দেশখালির বিষয়ে মঙ্গলবার একটি খোলা চিঠি দেওয়া হল।

চারটি নির্দিষ্ট দাবির উল্লেখ করে এসইউসিআই (কমিউনিস্ট)-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এই চিঠিতে লিখেছেন, “পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যে সন্দেশখালির সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে প্রবলভাবে বিক্ষুব্ধ, সে সম্পর্কে আপনি নিশ্চয়ই সম্পূর্ণ অবগত আছেন। গত ৫ জানুয়ারির পর থেকে সন্দেশখালির জেলা পরিষদ সদস্য শেখ শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতি সহ নানা ধরনের দুর্নীতিতে পুরোপুরি যুক্ত থাকার অভিযোগ যত গভীরতর হচ্ছে, ততই সেই সব দুর্নীতিতে অভিযুক্তের তালিকা দীর্ঘতর হচ্ছে। রেশন দুর্নীতির পাশাপাশি গরিব মানুষের জমি দখল করা, জমি লিজ নিয়ে মাছের ভেড়ি তৈরি করে লিজের টাকা না দেওয়া, জোর করে গ্রামবাসীদের মিছিলে যেতে বাধ্য করা, এমনকি মহিলাদের উপর চরম নির্যাতনের কাহিনীও ক্রমাগত প্রকাশ্যে আসছে। এতদিন পর্যন্ত দুষ্কৃতিদের ভয়ে সন্ত্রস্ত গ্রামবাসীরা মুখ খুলতে না পারলেও আজ তারা প্রকাশ্যে ক্ষোভে ফেটে পড়ছে এবং সেই বিক্ষোভ দ্রুত বিশাল আকার ধারণ করছে।

মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন সংস্থা সন্দেশখালিতে সরেজমিন তদন্তে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সুপরিকল্পিতভাবে বাধা দিচ্ছে। আপনার সরকারের পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করা তো দূরের কথা, উল্টে গ্রামবাসীদের বিক্ষোভ এবং বিভিন্ন সংস্থার সন্দেশখালি যাওয়া আটকানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এমনকি সাংবাদিকদের বাধা দেওয়া হচ্ছে, গ্রেফতারও করা হচ্ছে। শুধু তাই নয়, পুলিশ সন্দেশখালিতে সরকারের বিরোধী কেউ যাতে ঢুকতে না পারে তার জন্য ১৪৪ ধারা জারি করেছে। অথচ শাসক দলের নেতা মন্ত্রীর ঢুকতে কোনও বাধা নেই। হাইকোর্ট এই ১৪৪ ধারা জারি করাকে বাতিল করলেও সরকার বিরোধীদের নানাভাবে সন্দেশখালি ঢুকতে বাধা সৃষ্টি করছে। শেষ পর্যন্ত প্রবল গণ বিক্ষোভের চাপে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। কিন্তু অধরা সেখ শাজাহানকে ৭ দিনের মধ্যে গ্রেফতার করা হবে বলে তৃণমূল কেমন করে ঘোষণা করতে পারে তা বোধগম্য নয়।

সেখ সাজাহানকে আপনি বিধানসভায় দাঁড়িয়ে ক্লিনচিট দিয়েছিলেন। ফলে সেখ শাজাহান সহ অভিযুক্তরা সকলেই যে শাসকদল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা একথা রাজ্যের সকল মানুষের কাছে স্পষ্ট। একথাও সকলেই জানেন, তৃণমূল কংগ্রেস রাজ্যে সরকার ক্ষমতায় আসার পর অতিদ্রুত এই অভিযুক্তদের সম্পদের বাড়বৃদ্ধি হয়েছে এবং সম্পত্তি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে তাদের দুষ্কর্ম এবং অপরাধমূলক কাজও সমান তালে বৃদ্ধি পেয়েছে।

সরকারি ক্ষমতায় আসার আগে আপনি সুশাসনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে পূর্ববর্তী সরকারের আমলে দুষ্কৃতিদের তাণ্ডবের ঘটনাবলী সামান্যতমও কমেনি। সন্দেশখালির ঘটনা বিগত সরকারের উত্তর ২৪ পরগণার সুটিয়া, দক্ষিণ ২৪ পরগণার মৈপীঠ, পশ্চিম মেদিনীপুরের লালগড় ও নেতাই প্রভৃতি এলাকার সরকারি প্রশ্রয়ে থাকা দুষ্কৃতিদের ভয়াবহ সন্ত্রাসের বীভৎসতাকেই স্মরণ করিয়ে দেয়।

একথাও সত্য যে, সরকারের ও শাসক দলের প্রধান হিসাবে আপনি আপনার দায়িত্বকে কোনোভাবেই অস্বীকার করতে পারেন না। এমতাবস্থায় আমরা এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর পক্ষ থেকে দাবি করছি-
(১)কোনও রকম অজুহাত না দেখিয়ে অবিলম্বে সেখ শাজাহান সহ সন্দেশখালির সকল অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করতে হবে।
(২) গ্রামবাসীদের থেকে দখল করা জমি উপযুক্ত ক্ষতিপূরণ সহ ফিরিয়ে দিতে হবে।
(৩) মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ শোনার জন্য সমস্ত মহিলা সংগঠন এবং সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করতে হবে ও অভিযোগগুলি যথাযথভাবে লিপিবদ্ধ করে মামলা দায়ের করতে হবে।
(৪) সন্দেশখালি যাতায়াতে পুলিশি বাধা সৃষ্টি করা চলবে না।

আশা করি, অহেতুক কাল বিলম্ব না করে উপরোক্ত দাবিগুলি মেনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে সন্দেশখালিতে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে আপনি এবং আপনার সরকার উদ্যোগ গ্রহণ করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *