ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি এসইউসিআই (সি)-র

আমাদের ভারত, ৬ ফেব্রুয়ারি: মহার্ঘভাতার দাবিতে লাগাতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সোমবার এসইউসিআই (সি) দলের রাজ্য সম্পাদক মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন।

দলের সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মহার্ঘ ভাতা ও স্বচ্ছ নিয়োগের দাবিতে শহিদ মিনার ময়দানে লাগাতার ধর্ণা ও আমাদের দাবি’ শীর্ষক চিঠিতে লিখেছেন, “আমাদের দলের পক্ষ থেকে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, গত ১১ দিন ধরে পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষা কর্মী, ডাক্তার, নার্স সহ ৩৪টি সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারের প্রাঙ্গনে, বকেয়া সহ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং সর্ব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি দপ্তর সমূহে শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন।

ইতিমধ্যে রাজ্যব্যাপী গত ২৭ জানুয়ারি গণছুটি ও ১ফেব্রুয়ারি কর্মবিরতি সফল হয়েছে। শুধু তাই নয়, আগামী কর্মসূচিও ঘোষিত হয়েছে। অথচ দুঃখের হলেও সত্য, এখনো পর্যন্ত রাজ্য সরকার এই গণতান্ত্রিক আন্দোলনের প্রতি কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি।

এই প্রসঙ্গে আমি স্মরণ করিয়ে দিতে চাই সিপিএম সরকারের আমলেও ডিএ-র মাত্রাহীন বঞ্চনা এতটাই অসহনীয় হয়ে উঠেছিল যে ৫ম বেতন কমিশন বলতে বাধ্য হয়েছিল নিয়মিত ভাবে মহার্ঘ ভাতা না দিলে বকেয়া পাহাড় প্রমাণ হয়ে যায়, তাই নিয়মিত ভাবে ডিএ দেওয়া দরকার। আপনার সরকার বিগত সরকারের আমলের ডিএ-র বঞ্চনার ধারাবাহিকতাই শুধু রক্ষা করেনি, তা দয়ার দানে পরিণত করেছে।

বেতন কমিশনের সুপারিশকে প্রকাশ না করে অত্যন্ত অগণতান্ত্রিক এবং নজিরবিহীন কাজ করেছে। সবচেয়ে বড় কথা ডিএ না দেওয়ার পক্ষে আপনার মন্ত্রী অসত্য ভাষণ করে চলেছেন। প্রতিবাদী আন্দোলনকে দলীয় রঙ দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার সুযোগ করে দিচ্ছেন। সামগ্রিকভাবে একথা বলা যায়, নানা ছল ছুতো করে শিক্ষক-কর্মচারীদের বেতনের অবিচ্ছেদ্য অংশ ডিএ-র দায়িত্ব সরকার অস্বীকার করতে চাইছে শুধু নয়, বিভিন্ন আদালতে জনসাধারণের ট্যাক্সের লক্ষ লক্ষ টাকা অপচয় করে চলেছে এই অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য।

এই পরিস্থিতিতে আমাদের দাবি, অবিলম্বে রাজ্য সরকারের সরকারি কোষাগারের বেতনভোগী সকল কর্মচারীদের ন্যায়সঙ্গত ও আইনসঙ্গত মহার্ঘ্য ভাতার এবং রাজ্যব্যাপী লক্ষ লক্ষ শূন্য পদ স্বচ্ছ ভাবে পূরণ করতে হবে। আশাকরি, উপরোক্ত দুটি দাবি পূরণ করার জন্য আপনি দ্রুততার সাথে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *