Subvendu, Arjun অর্জুন সিংয়ের সমর্থনে শুভেন্দুর পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর, ১০ মে: লোকসভা নির্বাচনের আগে প্রচারের উত্তাপ ক্রমশ বাড়ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। এবার বিজেপি প্রার্থী অর্জুন সিং কে জেতাতে প্রচারে নামলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার অর্জুন সিং এর সমর্থনে নৈহাটির সাহেব কালোনি মোড় থেকে বিজেপির তরফ থেকে এক বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। সেই পদ যাত্রা অর্জুন সিং এর সাথে অংশ নেন শুভেন্দু অধিকারী।

এই পদ যাত্রা নৈহাটি বরদা ব্রিজ হয়ে নৈহাটি বড় মায়ের মন্দির পর্যন্ত যায়। সেখানে বড় মায়ের মন্দিরে পুজো দেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি প্রার্থী অর্জুন সিং। শুভেন্দু অধিকারী পুজো দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের আইন শৃঙ্খলা ও ব্যারাকপুরের পুলিশ কমিশনারের সমালোচনা করেন। তিনি বলেন, বহরমপুরের আইসি কে যে ভাবে সরানো হয়েছে সেই ভাবে খুব দ্রুত ব্যারাকপুরের পুলিশ কমিশনার সহ বেশ কিছু থানার আই সিকে সরিয়ে দেওয়া উচিত। রামপুর হাট থানার আইসি কেও সরানো উচিত বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের প্রসঙ্গে তিনি বলেন, ব্যারাকপুর শিল্পাঞ্চলে অনেক ছোট ছোট শেখ শাহাজাহান আছে, তাদের আর আমাদের খুঁজতে হবে না, যারা খোঁজার তারা ইতি মধ্যেই খুঁজতে খুঁজতে কামারহাটি পর্যন্ত চলে এসেছে, খুব শিগগিরই এখানেও এসে যাবে।

তিনি তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে বলেন, “পিসি আর ভাইপো চাকরি চুরি, কয়লা চুরি, বালির টাকায় ওরা আকাশে আছে ওরা মাটিতে নামে না।”

এদিন বৃষ্টিতে ভিজে অর্জুন সিং ও শুভেন্দু অধিকারীআর সাথে পদ যাত্রায় বিজেপি কর্মী সমর্থকদের অংশগ্রহন ছিলো চোখে পড়ার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *