পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ মার্চ: লোকসভা নির্বাচন এখনো ঘোষণা হয়নি, কিন্তু ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ইতিমধ্যেই ২০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির। এবার ঘাটালে বিজেপির পদ্ম ফুলের প্রার্থী হয়েছেন, খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়।
সোমবার বিকেলে ঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়ের প্রচারে রোড শো করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। ঘাটালের রানিচক থেকে দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা পরিক্রমা করেন হিরন্ময় ও শুভেন্দু। পদযাত্রার পরে ঘাটাল এসডিও অফিসের সামনে শোভা করেন শুভেন্দু অধিকারী। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দীপক অধিকারীকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন ঘাটাল সংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস সহ জেলা নেতারা। রোড শো’তে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।