কোভিড বিধি মেনে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি দ্রুত খোলার দাবি, ফালাকাটায় প্রতীকি বিক্ষোভে সামিল পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকরা

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৭ জানুয়ারি: কোভিড বিধি মেনে দ্রুত রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার দাবিতে সোমবার আলিপুরদুয়ারের ফালাকাটা শহরের প্রাণকেন্দ্রে ১৭ ডি জাতীয় সড়কে প্রতীকি বিক্ষোভে সামিল হন শহরের পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকরা।

২০২০ সালের ২৩ মার্চের পর থেকে করোনার আতঙ্কে বন্ধ রয়েছে রাজ্যের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। ২০২১ সালের নভেম্বর মাসে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি কোভিড বিধি মেনে চালু করে রাজ্য সরকার। তখন অনেকেই আশার আলো দেখেছিলেন যে, এরপর ধীরে ধীরে হয়তো শুরু হবে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পঠন-পাঠন। কিন্তু নতুন বছরের শুরুতেই কোনার তৃতীয় ঢেউ ও ওমিক্রন মাথাচাড়া দিতে শুরু করায়, ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

বিক্ষোভকারীদের অভিযোগ, করোনা বিধি মেনে রাজ্যের প্রায় সব কিছু চালু থাকলেও, কেন ব্রাত্য থাকবে শিক্ষার অঙ্গন? অবিলম্বে করোনা বিধি মেনে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি খোলার জোরালো দাবি জানিয়ে সোমবার তাই পথে নেমেছিলেন ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের যৌথ মঞ্চ। দশ মিনিট প্রতীকি অবরোধে সামিল হওয়ার পর করোনা বিধি মেনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় জাতীয় সড়কের ধারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *