পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: আর জি করের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর কলেজে অবস্থান বিক্ষোভ করলো ছাত্র-ছাত্রীর। চিকিৎসক তরুণীর বিচারের দাবিতেই তাদের এই আন্দোলন বলে কলেজের ছাত্রছাত্রীরা জানান।
ছাত্র-ছাত্রীদের এই আন্দোলন চলাকালীন বহিরাগত কিছু তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা তাদেরকে হুমকি দেয় বলেও অভিযোগ। সব মিলিয়ে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় মেদিনীপুর কলেজে। যদিও মেদনীপুর কলেজের প্রিন্সিপাল সত্যরঞ্জন ঘোষ জানান, বহিরাগতদের ঢোকার কোনো খবর তার কাছে নেই। তিনি নীতিগতভাবে সমর্থন করেন এই আন্দোলনকে, কিন্তু যেহেতু এটি স্বশাসিত কলেজ তাই কলেজের মধ্যে এই ধরনের বিক্ষোভ করাী কোনো নিয়ম নেই।