পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় এবং জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগ ক্রীড়া প্রেমী দিবসকে সামনে রেখে “খেলা হবে” দিবসের উদ্বোধন অনুষ্ঠান হলো শুক্রবার।
এদিন আনুষ্ঠানিকভাবে যার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ক্রীড়া প্রেমী সুজয় হাজরা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।