আমাদের ভারত, মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করেছে সবং থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৭নং নারায়ণবাড় অঞ্চলের অমরবার গ্রামে।শনিবার সকালে রাস্তার ধারে গাছে সুজিত মুনান(১৮) নামে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতদেহ ঝুলতে দেখে এলাকাবাসীরা পুলিশে খবর দেন।
মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, সুজিত শুক্রবার বিকেলে টিউশন যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। তারপর থেকে বহু খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে গ্রাম সংলগ্ন একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। সবং থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত স্কুলছাত্রের পরিবারের দাবি, সুজিতকে পরিকল্পনামাফিক খুন করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ।