আমাদের ভারত, আরামবাগ, ৩০ নভেম্বর: রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করল ছাত্রছাত্রীরা। তাদের সঙ্গে অবরোধে সামিল হয় স্থানীয় বাসিন্দারা। এই ঘটনা হুগলীর পুড়শুরা এলাকার।
অভিযোগ, কয়েক কিলোমিটার পিচ রাস্তার বেহাল দশা। রাস্তা মেরামতের কাজ শুরু হলেও ধীর গতিতে চলছে। খানাখন্দে ভরা রাস্তা দিয়েই এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াত। রাস্তাজুরে বড় বড় পাথর আর ধুলোয় নাজেহাল এলকাবাসীরা। তাই আজ রাস্তা অবরোধ করল স্কুলের ছাত্র ছাত্রীরা।
ছাত্রছাত্রীদের সঙ্গে পুরশুড়া চৌমাথা থেকে উদয়নারায়ণপুর যাবার রাস্তায় কুমারচকে পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুরশুড়ার বিডিও অচিন্ত্য ঘোষ সহ পুরশুড়ার ওসি শিবাজি গুহ। পরিস্থিতি সামাল দিতে এসে আধিকারিকরা বিক্ষোভের মুখে পড়েন। এলাকাবাসীদের সমস্যার কথা সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে এই আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। দ্রুত রাস্তা সারাই না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামার হুমকি দিয়েছে এলাকার মানুষ।