পঠন পাঠন নয়, ছাত্র ছাত্রীদের ঝাঁট দেওয়া শেখানো হয় বিদ্যালয়ে!

আমাদের ভারত, মালদা, ১৮ জানুয়ারি: নামেই সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে পড়াশোনার পাঠ হয় না এই স্কুলে। ছোট ছোট শিশুদের দিয়ে করানো হয় স্কুল ঘর থেকে মাঠ পরিষ্কার। স্কুল শিক্ষকরা এমনই নিদান দিয়েছেন ছোট ছোট শিশুদের। তাই প্রতিদিন রেওয়াজ মত শিশুরা বিদ্যালয়ে আসে আর ঝাঁটা হাতে ঝাঁট দেয় বিদ্যালয় ক্যাম্পাস। মালদা জেলার রতুয়া ১নং ব্লকের বাজিতপুর সিএস প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশটা এমনই। এই এলাকার এক আইসিডিএস সেন্টারে যাওয়ার সময় রতুয়া ১নং ব্লক আধিকারিকের নজরে পড়ে দৃশ্যটি। এরপর লজ্জা পেয়ে ক্যামেরা থেকে মুখ লুকিয়ে এলাকা ছাড়েন।

এই বিদ্যালয়ে ১২৪ জন ছাত্র ছাত্রী রয়েছে। চার জন শিক্ষক ও এক পার্শ্ব শিক্ষক রয়েছে। ঘর রয়েছে পাঁচটি। প্রতিদিন বিদ্যালয় দশটায় খোলে। ছাত্র ছাত্রীরা উপস্থিত হয়। কিন্তু শিক্ষকরা কোনওদিন সময় মতন আসেন না বলে অভিযোগ অভিভাবকদের। ছাত্র ছাত্রীদের অভিযোগ, পঠন পাঠন হয় না। বিদ্যালয়ে আসে আর শিক্ষকদের আদেশমত ঝাঁটা হাতে বিদ্যালয় ক্যাম্পাস ঝাঁড় দেয়। তারপর খেলাধুলা করে বাড়ি চলে যায়।

বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক কমলা কুন্ডু জানান, ঝাঁড় দেওয়ার কোনও নির্দেশ দেওয়া হয়নি। ছাত্র ছাত্রীরা নিজেরাই ঝাঁট দেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন দাস জানান, এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি। ছাত্র ছাত্রীরা নিজেরা ঘর নোংরা করে। আর তারা নিজেরাই পরিষ্কার করে। দেরি করে স্কুলে তারা আসেন না। পঠন পাঠন হয় স্কুলে।

তবে অভিভাবকদের অভিযোগ, এই স্কুলে পঠন পাঠন নয়। ছাত্র ছাত্রীদের ঝাঁট দেওয়া শেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *