স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ ফেব্রুয়ারি: পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী।মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর হাইস্কুলে। অসুস্থ ছাত্রীর নাম পলি রায়।
সূত্রের খবর, মঙ্গলবার পরীক্ষা চলাকালীন পেটে ব্যাথা সংক্রান্ত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন ওই পরীক্ষার্থী।পরে তাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালেই তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়।
মাধ্যমিকের প্রথম দিনেই হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিলেন শান্তিপুরের হরিপুর হাই স্কুলের ছাত্রী পলি রায়। জানা যায়, শান্তিপুরের নৃসিংহপুর হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর দশ মিনিটের মধ্যেই অসুস্থ বোধ করেন ঐ ছাত্রী। সঙ্গে সঙ্গে খবর যায় প্রধান শিক্ষক নীলভ প্রামানিকের কাছে। তিনিই পুলিশের কাছে খবর দেন। শান্তিপুর থানায় কর্মরত মানাউল্লা সেখ তড়িঘড়ি শান্তিপুর ষ্টেট জেনারেল হাসপাতালে এক শিক্ষিকা সহ আশা কর্মীকে সাথে নিয়ে অসুস্থ ছাত্রীকে ভর্তি করেন। সেখানেই একটু সুস্থ বোধ করলে হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিলেন পলি। এদিন ছিল মাধ্যমিকের বাংলা পরীক্ষা।
অসুস্থ পরীক্ষার্থী পলি রায় জানান, স্কুলের প্রধান শিক্ষক ও পুলিশ কাকুর সহযোগিতা না পেলে পরীক্ষা দেওয়া যেত না। শান্তিপুর থানার ডিউটি অফিসার মানাউল্লা বাবু বলেন, এটা তো আমাদের কর্তব্য। আর মাধ্যমিক হচ্ছে জীবনের প্রথম ধাপ। জীবনের সব থেকে বড় পরীক্ষা ওদের জন্য। আমাদের সকলের এগিয়ে আসা দরকার ওদের জীবনকে গড়ে তোলার জন্য। পলির বাবা মা পুলিশ ও প্রধান শিক্ষককে কৃতজ্ঞতা জানান।