স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ জানুয়ারি: ফোনে প্রেমিকের সাথে বচসা, অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে।
সূত্রের খবর, শান্তিপুরের মহাপ্রভু পাড়ার বাসিন্দা দশম শ্রেণির ছাত্রী মামনি পালের ঝুলন্ত দেহ সোমবার সকালে তার ঘর থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। মৃত ছাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। পরিবারের দাবি, যার সাথে প্রেমের সম্পর্ক ছিল, সেই যুবক ওই ফোনটি দিয়েছিল। আর ফোনেই কিছু বলায় আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।