হলদিয়া ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র ও এলাকাবাসীর মধ্যে গন্ডগোলে উতপ্ত এলাকা

আমাদের ভারত, হলদিয়া, ২১ নভেম্বর: হলদিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের উৎশৃঙ্খল জীবনযাপনের বিরুদ্ধে প্রতিবাদ করল সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে ছাত্রদের অবাধ উশৃঙ্খল জীবনযাপন সহ্য করে আসছিল এলাকার মানুষজন। কিন্তু গতকাল রাতে তা তীব্র আকার ধারণ করে। এর বিরুদ্ধে সাধারণ মানুষ একজোট হয়ে প্রতিবাদ করে। এমনকি একপ্রস্থ খণ্ডযুদ্ধ বেধে যায় ছাত্রদের সঙ্গে। দু’পক্ষের মধ্যে ব্যাপক ইট ছোড়াছুড়ি এমনকি বোমাবাজিও হয়েছে বলে জানা গেছে। পরে পুলিশ ও র‍্যাফ এসে পরিস্থিতি সামাল দেয়।

গতকাল রাতের ঘটনায় দুইজন পুলিশ কর্মী ও তিনজন ছাত্র আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরের সামনে সমস্ত দোকানপাট বন্ধ থাকে। সেই সঙ্গে টোটো চালকরা ছাত্রদের বয়কট করা শুরু করে। সব মিলিয়ে গোটা এলাকা এখন থমথমে। তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন। পরিস্থিতি যাতে আবার উতপ্ত না হয় সে জন্য পুলিশ পিকেট বসানো হয়েছে প্রশাসনের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *