আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ জুলাই: নোয়াপাড়ার তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা শুভাশিস চক্রবর্তীর বন্দুক হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ঘটনায় চাপানউতোর সৃষ্টি হয়েছে ব্যারাকপুরের রাজনৈতিক মহলে।
সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে, ছবিতে নোয়াপাড়া বিধানসভার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের কনভেনর শুভাশিস চক্রবর্তীর হাতে একটি দেশি সেভেন এম এম আগ্নেয়াস্ত্র রয়েছে। সেই সঙ্গে সাংসদ পার্থ ভৌমিক সহ একাধিক তৃণমূল নেতার সঙ্গেও রয়েছে তার ছবি। আর এই ঘটনা সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল দল।
এই গোটা বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল ছাত্র পরিষদের হাতে আগ্নেয়াস্ত্র থাকবে এটাই তো স্বাভাবিক। অপরদিকে ভাটপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ জানান, যদি কোনো দুষ্কৃতি হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে থাকে তার দায় তৃণমূল কংগ্রেস নেবে না, আইন আইনের পথেই চলবে।তাঁর আরো দাবি, “আজকাল কোনো নেতা মন্ত্রী আসলেই তাদের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে দিয়ে নিজেদের বড় নেতা বলে দাবি করা হয়, কিন্তু আদতে এমন কোনো পদ দলে থাকে না এদের। আর এই শুভাশিস চক্রবর্তীও তেমন একজন হতেই পারে।”