Recitation workshop, Baudi High School, ভাউদি হাইস্কুলে ‘ছন্দবন্ধন আবৃত্তি সংস্থা’র কর্মশালা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ‘ছন্দবন্ধন আবৃত্তি সংস্থা’ বিগত দুই দশকের বেশি সময় ধরে এই প্রান্তিক অঞ্চলের ছাত্র-ছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক দক্ষতা বৃদ্ধির জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে চলেছে। বৃহস্পতিবার ১৮ জুলাই ভাউদি হাইস্কুলে ছিল আবৃত্তি কর্মশালা। আবৃত্তি শিল্পী রজত মিত্রের আহ্বানে বাংলাদেশ থেকে এসেছিলেন আবৃত্তি শিল্পী মাসুম আজিজুল বাসার এবং ফারুক তাহের। ওনারা কর্মশালা পরিচালনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক হাজরা বলেন, ‘পঞ্চম থেকে একাদশ শ্রেণির প্রায় ৫০০ ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করে’। ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।

ঐদিন সন্ধ্যায় শালবনীর বিডিও অফিস সংলগ্ন সভাঘরে ‘ছন্দবন্ধন আবৃত্তি সংস্থা’র আয়োজনে ‘নন্দন সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠানটি গাছের গোড়ায় জল দিয়ে উদ্বোধন করেন শালবনী ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার রোমান মন্ডল। অনুষ্ঠানে আমন্ত্রিত আবৃত্তিশিল্পী ছিলেন বাংলাদেশের মাসুম আজিজুল বাসার এবং ফারুক তাহের। ওনাদের দু’জনের আবৃত্তি উপস্থাপনা উপস্থিত দর্শক শ্রোতার মন ছুঁয়ে যায়।

এই আয়োজনে আবৃত্তি শিল্পী রজত মিত্র এবং কৌশিকী সিংহ রায়ের পরিচালনায় ছন্দবন্ধনের ছাত্র-ছাত্রীরা আবৃত্তি পরিবেশন করে। সঙ্গীত পরিবেশন করে অন্তরা গাঙ্গুলির পরিচালনায় ‘অন্তরঙ্গ সঙ্গীত শিক্ষা কেন্দ্র’, নৃত্য পরিবেশনে ছিল শ্বেতা মন্ডলের পরিচালনায় ‘নৃত্যপরায়ণ নটরাজ নিকেতন’ এবং উত্তম মাহাতোর পরিচালনায় ‘লোকবন্ধন লোকসংস্কৃতি সংস্থা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *