আমাদের ভারত, আরামবাগ, ১ জুলাই: ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত্যু হলো এক নবম শ্রেণির ছাত্রীর। ঘটনাটি ঘটেছে আরামবাগের গোঘাটের ব্রজমোহনপুর এলাকায়। মৃত ছাত্রীর নাম গায়ত্রী মালিক বয়স ১৫)। ব্রজমোহনপুর হাই স্কুলের ছাত্রী।
পরিবার সূত্রে জানাগেছে, ওই ছাত্রীর বাড়ির পাশেই ঠাকুর প্রতিষ্ঠা ছিল। সোমবার রাতে পুজো উপলক্ষে সবার সঙ্গে নাচ-গান ও খাওয়া দাওয়া করে পিসির সাথে বাড়িতে শুয়েছিল। গভীর রাতে ওই ছাত্রী বুঝতে পারে ডান পায়ে আঙুলের পাশে কিছু একটা কামড় দিয়েছে। তখনই বুঝতে পারে সাপে কামড়িয়েছে। শরীর অসুস্থ হয়ে পড়ে। প্রথমে ওঝার কাছে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে। তারপর গ্রামবাসীরা ওই ছাত্রীকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।