অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ ডিসেম্বর : আজ সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রের। মৃত ওই ছাত্রের নাম পল্লব মান্না। বয়স ১৫ বছর। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার থুরিয়া গ্রামের। এদিন দুপুরে একই পরিবারের তিন ভাই সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়েছিল। জেঠতুতো দাদা বিকাশ মান্না, পল্লব মান্না ও ভাই উৎপল মান্না নদীতে স্নান করতে নেমেছিল। স্নান করার সময় হঠাৎই নদীর স্রোতে তলিয়ে যায় পল্লব।
ভাইকে তলিয়ে যেতে দেখে বাঁচাতে গিয়ে দাদা বিকাশ মান্না জলের স্রোতে নিজেই ডুবে যায়। এই দৃশ্য দেখে জলের মধ্যেই জ্ঞান হারায় আর এক ভাই উৎপল মান্না। ওই সময় স্থানীয়রা যারা নদীতে ছিলেন কেউ আবার মাছ ধরছিলেন তারা ছুটে এসে উদ্ধার করেন বিকাশ ও উৎপলকে। উদ্ধার করে নয়াগ্রাম হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তখনও জলের মধ্যে খুঁজে পাওয়া যায়নি পল্লবের দেহ। প্রায় এক ঘন্টা পর স্থানীয়দের চেষ্টায় পল্লবকে উদ্ধার করা সম্ভব হয়। তারপরই তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এহেন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।