আমাদের ভারত, মেদিনীপুর, ২ জানুয়ারি: বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছেl ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের জয়পুরে।
স্কুলে যাওয়ার সময় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্র বাসের চাকায় পিষ্ট হয়। ছাত্রটির নামসঞ্জয় সাউ (পিতা: নিখিল সাউ)l স্থানীয় মাছবিন্দা গ্রামের ওই কিশোর বৃহস্পতিবার সকালে সাইকেল চালিয়ে স্থানীয় জয়পুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যাচ্ছিল। সেই সময় উল্টো দিক গোয়ালতোড় থেকে আসা একটি দ্রুতগামী বাস ধাক্কা মারে ওই ছাত্রকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রের। শালবনী থানার পুলিশ ছাত্রের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছেl