মুখ্যমন্ত্রীর সভার জোর প্রচার মেদিনীপুরে 

আমাদের ভারত, মেদিনীপুর, ৪ ডিসেম্বর: আগামী সোমবার মেদিনীপুর কলেজিয়েট স্কুল মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি প্রায় শেষের মুখে। মুখ্যমন্ত্রীর সফরে যাতে কোনও রকম বিঘ্ন না ঘটে সেজন্য তৎপর রয়েছে জেলা পুলিশ প্রশাসন। ইতিমধ্যে
এএসএল নিরাপত্তা বাহিনীদের সঙ্গে জেলা পুলিশের বৈঠক হয়েছে। পুলিশ সুপার দিনেশ কুমার, মহকুমা শাসক নীলাঞ্জন ভট্টাচার্য ও অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা জনসভার সমস্ত দিক নিয়ে আলোচনা করেছেন। সভার আগে বৃহস্পতিবার মেদিনীপুর কলেজিয়েট স্কুল মাঠে হেলিকপ্টারের মহড়াও হয়েছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর দল বদলের সম্ভাবনা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। তার মাঝখানেই সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে জনসভা করছেন। জনসভা  সফল করতে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাজুড়ে তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি প্রচার চালাচ্ছে বিভিন্ন ক্লাব ও সংগঠন। ক্লাব ও সংগঠনগুলির প্রচারে নামা নিয়েও চলছে নানান জল্পনা।

বিরোধীদের বক্তব্য, ক্লাবগুলোর সহযোগিতা পাওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে অনুদান দিয়ে আসছে। যদিও তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্পগুলি দেখেই ক্লাব ও প্রতিষ্ঠানগুলি মুখ্যমন্ত্রীর সমর্থনে প্রচার চালাচ্ছে। ক্লাবগুলি সরাসরি তাদের নাম দিয়েই মুখ্যমন্ত্রীর হোডিং এবং ব্যানার লাগাচ্ছে।

তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির দাবি, খেলাধূলা চালিয়ে যাওয়া ক্লাবগুলোকে রাজ্য সরকার অনুদান দিয়ে থাকে। সরকারের কাজকর্ম ওইসব ক্লাবগুলোর ভালো লেগেছে বলেই মুখ্যমন্ত্রীর সভার সর্মথনে প্রচার চালাচ্ছে।

পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি শমিত দাস কটাক্ষ করে বলেন, লক্ষ লক্ষ টাকা অনুদান পাওয়ার আশায় দু-একটি ক্লাব মুখ্যমন্ত্রীর সভার হয়ে প্রচার করলেও অধিকাংশ ক্লাব বা যুব সমাজ রাজ্য সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *