করোনা আতঙ্ক! ঝাড়খন্ড ও ওড়িশা সীমান্ত লাগোয়া গোপীবল্লভপুরে কড়া নজরদারি

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৪ মার্চ: ওড়িশা এবং ঝাড়খন্ড সীমান্ত লাগোয়া গোপীবল্লভপুর চলছে কড়া নজরদারি। যারা পশ্চিমবঙ্গে ঢুকছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কোনও সমস্যা হলে হাসপাতলে যোগাযোগ করতে বলা হচ্ছে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক, গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতাল ও গোপীবল্লভপুর থানার উদ্যোগে ঝাড়খণ্ড ও ওড়িশা সীমানা লাগোয়া হাতিবাড়ি চেকপোস্ট ও ওড়িশা সীমান্ত লাগোয়া সুলিয়াপাদা চেকপোষ্টে চলছে এই করোনা সম্পর্কিত সচেতনতা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা।

আজ ওড়িশা ও ঝাড়খণ্ড বর্ডারের দিক থেকে যে সকল বাস, গাড়ি ও মোটর সাইকেল আরহিরা এ রাজ্যে আসছিলেন তাদের সাথে কথা বলেন। আশা দিদিমনিরা খোঁজ নেন তারা কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন। এখানে আসার আগে কোথাও বাইরে গিয়েছিলেন কি না, তাদের শরীরে কোনও সমস্যা আছে কি না, কারো সর্দি, কাশি, জ্বর হয়েছে কিনা? কারো যদি হয়ে থাকে তারা অবশ্যই যাতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করেন বাইরে কোনঈ জায়গায় গিয়ে যাতে গুজবে কান দিয়ে ভেঙে পড়েন তা বোঝানো হয়।

আজকের শিবিরে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবজ্যোতি পাত্র, গোপীবল্লভপুরের বিএমওএইচ ডাঃ জয়দীপ মাহাতো। ছাড়াও এনেম ও আশা দিদিমনিরা, বিডিও অফিসের কর্মীরা ও ওই সীমান্তে কর্মরত পুলিশ কনস্টেবল। এ বিষয়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবজ্যোতি পাত্র বলেন, স্বাস্থ্য দপ্তরের নির্দেশেই বর্ডার লাগোয়া এলাকায় চলছে করোনা সচেতনতা শিবির। সাথে চলছে স্বাস্থ্য পরীক্ষা। যদি কারো কোনও সমস্যা থাকে তাদের তৎক্ষণাৎ হাসপাতলে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *