পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি: মেদিনীপুর পুরসভার ৬ নং ওয়ার্ডে মহানালার উপর অবৈধ নির্মাণের খবর সম্প্রচারের পরের দিনই কড়া পদক্ষেপ মেদিনীপুর পুরসভার। বৃহস্পতিবার এই অবৈধ নির্মাণের খবর প্রকাশের পর শুক্রবার অবৈধ নির্মাণ স্থল পরির্দশনে এলেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান ও ওয়ার্ড কাউন্সিলর সহ পৌর আধিকারিকরা।
অবৈধ নির্মাণস্থল খতিয়ে দেখে পুরপ্রধান সৌমেন খান জানান, এভাবে মহানালার উপর অবৈধ নির্মাণ পুরসভা মেনে নেবে না। শহরের নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে সরিয়ে ফেলা হবে অবৈধ নির্মাণ। ইতিমধ্যেই নির্মাণকারীদের অবৈধ নির্মাণ সরিয়ে ফেলার জন্য ২৪ ঘন্টা সময় দেওয়া হলো। তার মধ্যে অবৈধ নির্মাণ ভেঙ্গে না সরালে পুরসভা উপযুক্ত ব্যবস্থা নেবে।