আমাদের ভারত, ১২ ডিসেম্বর: ডিসেম্বরের শুরুতেই নিম্নচাপ শীতের আগমনে বাধা হয়ে দাঁড়িছিল। কিন্তু মাসের মাঝামাঝি সময় থেকেই শীত ঝড়ো ইনিংস শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে ইতিমধ্যেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।এটাই মরসুমের প্রথম শৈত্যপ্রবাহ রাজ্যে।
হাওয়া অফিসের খবর অনুযায়ী, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো বাতাস দক্ষিণবঙ্গে ডুকছে। এর প্রভাবে জেলায় রাতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ৫ জেলায় শৈত্য প্রবাহ চলবে। সেই পাঁচটি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই রাতের তাপমাত্রা কমবে বলে হাওয়া অফিস জানিয়েছে। রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কমে যাবে রবিবার পর্যন্ত।
আবহাওয়াবিদদের পূর্বাভাসের পরেই চিকিৎসকদের তরফে শিশু ও বয়স্কদের এই সময়ে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে এখনো পর্যন্ত শীত সহনীয় থাকবে বলেই আভাস।
উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারের মধ্যে। সকালের দিকে কুয়াশার কারণে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। আপাতত উত্তর কিংবা দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তুরে হাওয়ার দাপট থাকবে সব জেলাতেই। ফলে শুকনো আবহাওয়া থাকবে চারিদিকে।