আমাদের ভারত, মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি:
বাড়িতে পুত্র সন্তান না থাকায় হাসপাতাল থেকে শিশুপুত্র চুরি করেছিল বলে জানালেন অভিযুক্ত সুলতানা বিবি। তিনদিন আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে দুই কন্যা সন্তানের জন্ম দেয় শিশু চুরিতে অভিযুক্ত মেদিনীপুর শহরের মোমিন মহল্লার বাসিন্দা সুলতানা বিবির বৌমা রোজানা বিবি। কিন্তু বাড়িতে শিশুপুত্র না থাকায় রবিবার মাতৃমা বিভাগ থেকে অন্যের শিশুপুত্রটিকে নিয়ে পালিয়েছিলাম বলে জানিয়েছেন শিশু চুরির অভিযোগে ধৃত সুলতানা বিবি। সোমবার ধৃতাকে মেদিনীপুর আদালতে তোলা হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুলতানা বিবি তার অপরাধ স্বীকার করে বারবার ক্ষমা চান। কিন্তু এত নিরাপত্তা সত্তেও কিভাবে মাতৃমা বিভাগে ঢুকলেন ওই মহিলা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, শনিবার সুলতানা বিবির বৌমা মাতৃমা বিভাগে কন্যা সন্তানের জন্ম দেওয়ার সুবাদে সুলতানা বিবির কাছে একটি গেট পাশ ছিল। বৌমা মাতৃমা থেকে ছাড়া পাওয়ার পরেও গেট পাশটি নিজের কাছে রেখে দিয়েছিলেন সুলতানা বিবি। সেই গেট পাশকে কাজে লাগিয়ে রবিবার মাতৃমা বিভাগে প্রবেশ করেন তিনি। তবে শিশু চুরি করতে সফল হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। চুরির ৬ ঘন্টার মধ্যেই শিশুপুত্রকে উদ্ধার করে এবং অভিযুক্তকে হেফাজতে নেয় কোতওয়ালী থানার পুলিশ।