সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ ফেব্রুয়ারি: একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় দুই শিশুকে গ্রেফতার করেছে বড়জোড়া থানার পুলিশ। ধৃত দুই শিশুকে আজ বাঁকুড়া জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হয়। সেখানে এই দুই শিশু অপরাধীর বিচার হবে।
ঘটনার বিবরণে জানাগেছে, গত ৩০ জানুয়ারি রাতে বড়জোড়া থানার পল্লীশ্রী মানাচরের একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় অপরাধীরা পিছনের দরজা দিয়ে দোকানে ঢুকে ১৫টি মোবাইল ফোন, ১২টি মোবাইল চার্জার, ৮টি স্পিকার, পাওয়ার ব্যাঙ্ক, ব্লুটুথ হেডফোন এবং এলইডি লাইট চুরি করে চম্পট দেয়।দোকানের মালিক বড়জোড়া থানায় এবিষয়ে একটি এফআইআর দায়ের করে।
এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে পুলিশের হাতে অবাক করা কিছু তথ্য উঠে আসে। সেই তথ্যের ভিত্তিতে স্থানীয় দুই শিশুকে সন্দেহ হয় পুলিশের। গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করে জিজাসাবাদ করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চুরি যাওয়া সব জিনিসপত্র উদ্ধার করা হয় স্থানীয় এক স্টেশনারি দোকান থেকে। এই ঘটনায় হতবাক গোটা এলাকা।