পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দ্বারিগেড়িয়া এলাকায় সরস্বতী পুজো উপলক্ষে স্কর্পিও ক্লাবের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় বুধবার।
এদিন প্রায় ৪৪ জন ক্ষুদে শিল্পী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে ক্লাব সংগঠনের তরফে জানানো হয়েছে। উপস্থিত ছিলেন তুহিন দত্ত, চিরঞ্জিত রানা, লক্ষ্মণ রানা সহ ক্লাব সংগঠনের অন্যান্য সদস্যরা।
জানা গিয়েছে, প্রত্যেক বছর সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের তরফে।