আস্ত রাস্তা চুরি! কাজ না করেই প্রকল্পের টাকা গায়েবের অভিযোগ তপনে, অবরোধ রাজ্য সড়ক, ঘেরাও বিডিও

পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ৫ ডিসেম্বর: রাস্তা না করেই প্রকল্পের টাকা তুলে নেওয়ার অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে। গায়েব রাস্তা দেখিয়ে চলছে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের তপনের। ঘটনা জানাজানি হতেই রাতের অন্ধকারে চুপিসারে লাগানো ডিসপ্লে বোর্ড খুলে নিতে গিয়েই বিপাকে পঞ্চায়েত কর্মীরা। ঘটনার প্রতিবাদে তপন-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। শনিবার সকালে তপনের আউটিনা গ্রাম পঞ্চায়েতের তিলন গোডাউন মোড় এলাকার এমন ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় ছুটে যান তপন ব্লকের বিডিও মাসুদ করিম শেখ এবং ওসি সৎকার সাংবোর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। বিডিওর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রথমে ভুল স্বীকার করতেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন করিম শেখ। পরে অবশ্য মুচলেকা দিয়ে নিজের মান বাঁচিয়েছেন বিডিও।

জানাগেছে, তিলনের আদিবাসী পাড়া থেকে বর্মন পাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। যা দিয়ে চলাচল করতে রীতিমতো হিমশিম খেতে হয় বাসিন্দাদের। কিন্তু ট্যাক্স দেওয়ার সময় পাকা রাস্তা হিসেবে বেশি করে ট্যাক্স দিতে হচ্ছিল বাসিন্দাদের। যার পরে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন সকলে। খোঁজ নিতেই গ্রামবাসীরা জানতে পারেন তাদের অজান্তে গ্রামে রাস্তা তৈরির একটি সাইনবোর্ডও দেওয়া হয়েছে স্থানীয় পঞ্চায়েতের তরফে। বাসিন্দাদের কাছে খবর পৌঁছে গিয়েছে জানতেই তড়িঘড়ি রাতের অন্ধকারে সাইনবোর্ড তুলে নেওয়ার চেষ্টা করেন পঞ্চায়েত কর্মীরা। যার খবর পেতেই বাসিন্দারা তাদের আটক করে সাইনবোর্ড কেড়ে নেন। এদিন সকাল থেকেই প্রায় তিন ঘণ্টা ধরে সাইনবোর্ড রাস্তায় ফেলে বিক্ষোভ দেখান উত্তেজিত বাসিন্দারা।

বিডিও মাসুদ করিম শেখ জানিয়েছেন, ভুলবশত কাজটি হয়ে থাকতে পারে। গ্রামবাসীদের রাস্তার সমাধান যাতে অতি দ্রুত হয় সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এলাকার বাসিন্দা সোমা মহন্ত অধিকারী, মায়া বর্মন, কমল বর্মন এবং রমানাথ বর্মনরা জানিয়েছেন, রাস্তা তৈরিই হয়নি অথচ বোর্ড লাগিয়ে দেখানো হচ্ছে তাদের এলাকায় রাস্তা তৈরি হচ্ছে। প্রশাসন তাদের অন্ধকারে রেখে এমন একটি কাজ করেছেন। যার প্রতিবাদেই রাস্তা অবরোধে সামিল হয়েছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি সঠিক রাস্তাও চান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *